২ বছর ৩ মাসের ফুটফুটে শিশুকে ফেলে চলে গেল মা

childগোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর ।। মা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন – তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত। কিন্তু মাঝে মাঝেই মায়ের ভিন্নধর্মী রূপ ফুটে উঠে সমাজের বুকে। এমনই ভিন্নধর্মী ঘটনার সাক্ষী হল খোয়াই।
মাত্র ২ বছর ৩ মাসের ফুটফুটে শিশু। খেলা করছে, দৌড়ছে, ছুটছে আর মা মা বলে ডাকছে। আজ তাকে নিয়েই অশ্রুসজল চোখ মা যশোদা’র। কিন্তু ততটাই কঠোর হলেন গর্ভধারীনি মা জননী। সত্যিই রোমহর্ষক এই ঘটনা খোয়াইবাসীর মন নাড়া দিয়ে গেল। ঘটনার সূত্রপাত গত ১৪/১০/২০১৬ তারিখে। সেদিনই খোয়াই পহড়মুড়া এলাকার বাসিন্দা আরতী দেব এর বাড়ীতে আশ্রয় নিয়েছিল অচেনা অতিথি। এদের মধ্যে একজন মা এবং অপরজন তার ছেলে। অল্প বয়সের মহিলা নিজের পরিচয় দেয় অনিতা দাস হিসাবে। তার কোলে ছিল ২ বছর ৩ মাসের ফুটফুটে ছেলে, যার নাম সৌরভ দাস। অনিতা কাজের সন্ধানে ঘুরাফেরা করতে করতে শেষে আরতী দেবের বাড়ীতে আ্শ্রয় নেয়। কিন্তু অনিতার চঞ্চল ছেলে সৌরভ চোখের পলকেই আশ্রয়দাত্রী আরতী দেবীর মন কেড়ে নেয়। দেখতে দেখতে কেটে যায় ১৪টি দিন। হঠাৎ একদিন নিজের ছেলেকে পরের আশ্রয়ে রেখে গায়েব হয়ে যায় মা অনিতা দাস। তারপর থেকে আর ফিরেও তাকায়নি সৌরভের দিকে। ঘটনার এক সপ্তাহের বেশী কেটে গেছে। এই সময়ে আরতী দেবের খুব ঘনিষ্ট হয়ে উঠে ছোট্ট সৌরভ। গর্ভধারীনি মায়ের কোল সে খোঁজে বেড়ায় ঠিকই। তবে আরতী দেবের মমতার ছায়া তাকে মমত্ববোধের ঘাটতি পূরন করে দিত। কিন্তু আরতী দেবী বয়স্ক মহিলা। তিনি কতদিন আর এই ছোট্ট সৌরভরে দেখভাল করতে পারবেন? হ্যাঁ এই প্রশ্নটাই উনাকে বাধ্য করল খোয়াই থানার দ্বারস্থ হতে। সোমবার দিনটি অবশেষে ধার্য্য হল সৌরভের সাথে মা যশোদা’র বিচ্ছেদের কাহিনীর দিন হিসাবে। গর্ভধারীনি মায়ের পর যিনি সেই মায়ের আদর, ভালবাসা দিয়ে ছোট্ট সৌরভকে কাছে টেনে নিলেন আজ তাঁর কাছ থেকেও দূরে চলে গেল সৌরভ। তার মুখে আজও নিষ্পাপ হাসির দোলা। শুধুই ছুটোছুটি, দৌড়ঝাঁপ। আর মায়ের কথা। অনর্গল মায়ের প্রশ্ন। সব মুখ বুজে সহ্য করে আরতী দেব খোয়াই থানার পুলিশের সহায়তায় যোগাযোগ করেন আগরতলার চাইল্ড লাইনের কর্মকর্তাদের সাথে। এগিয়ে এলেন খোয়াই আইনসেবা কমিটির পিএলভি অপর্ণা ধর। উনার তৎপরতায় আগরতলা থেকে চাইল্ড লাইনের কর্মীরা ছুটে এসে সৌরভের ‍মুখোমুখি হয়। সেখানে ছিলেন আরতী দেবও। চোখের জলে আপনভোলা শিশুকে তুলে দিলেন চাইল্ড লাইনের কর্মকর্তাদের হাতে। সপে দিলেন মমতায় ভরা দু’নয়ন। যতদূর দেখা যায় তাকিয়ে রইলেন ছোট্ট সৌরভের দিকে। প্রাণভরা তৃপ্তি ছিলনা এই বিচ্ছেদে কিন্তু ভরসা ছিল সৌরভ থাকবে অতিযত্ন, পরিচর্যা ও সুরক্ষিতভাবে। তবে এখন পর্যন্ত সৌরভের গর্ভধারীনি মায়ের কোন খোঁজ মিলেনি। মিলেনি সেই কারনটাও। যে কারনে এমন একটা প্রাণচঞ্চল শিশুকে ফেলে রেখে চলে গেছে মা। কিন্তু মা এমন একটি শব্দ যে শব্দটি পৃথিবীর সমস্ত সুখ, শান্তি, মায়া-মমতা ও ভালবাসা দিয়ে সম্পৃক্ত। আর এই শব্দটি যখন উচ্চারণ করা হয় তখন সমস্ত আদর ও ভালবাসায় মমতাময়ী হয়ে প্রতিধ্বনিত্ব হয়। তবে কি সত্যিই মা তার সন্তানকে ফেলে রেখে চলে গেছে ? এই প্রশ্নই এখন জনগনের মস্তিস্কে ঘুরপাক খাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*