দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ অক্টোবর ।। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার করুন দশা প্রকটিত হয়েছে রেলের মেগা ব্লকের কর্মসূচী গ্রহনের ফলে। ভারতবর্ষের স্বাধীনতার দীর্ঘসময় বাদে দেশীয় যোগাযোগ ব্যবস্থার প্রশ্নে উত্তর-পূর্বাঞ্চল এখনো তিমিরেই রয়েছে বলাই বাহুল্য। মেগা ব্লকের কল্যানে ত্রিপুরায় খাদ্য সংকট রুখতে রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় স্তরে আলাপ আলোচনায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের আশুগঞ্জ হয়ে শুক্রবার মালবাহী লরী প্রবেশ করেছে ত্রিপুরায় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোষ্ট দিয়ে।