জাতীয় ডেস্ক ।। গ্রাহক দুর্ভোগ কমাতে শনি-রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। এটিএমে পর্যাপ্ত পরিমাণে ১০০ টাকার নোট রাখার নির্দেশ। কাল অতিরিক্ত ২ ঘণ্টা খোলা থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। কাল অবধি মানিব্যাগে পাঁচশো-হাজারের নোট থাকলে পকেট গরম থাকত। কিন্তু, আজ তা অচল। লোকে দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই নোট বদলাতে বা নতুন করে একশো টাকার নোট পেতে এখন একমাত্র ভরসা ব্যাঙ্ক। কিন্তু, বুধবার সেই ব্যাঙ্কের দরজাতেও তালা। বুধবার সমস্ত এটিএম বন্ধ! বৃহস্পতিবারও বন্ধ থাকবে একাধিক এটিএম। দেশ এখন চাতকের মতো চেয়ে রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। সকাল হলেই কার্যত ব্যাঙ্কে ঝাঁপিয়ে পড়বেন অসংখ্য মানুষ!বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলতেই উপচে পড়া ভিড়ের আশঙ্কা করছেন সব ব্যাঙ্কই। তাই প্রস্তুতি নিচ্ছে তারা। সাধারণ মানুষের সুবিধার্থে শনি ও রবিবার সমস্ত ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার চারটের পরিবর্তে সন্ধে ৬টা অবধি খোলা থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত শাখা। ব্যাঙ্ক থেকে নোট বদলের জন্য একটি নির্দিষ্ট ফর্ম বানানো হয়েছে। সেই ফর্ম ফিল-আপ করেই সচিত্র পরিচয়পত্র সহ ব্যাঙ্কে যেতে হবে। তবে, সরকার সর্বোচ্চ চার হাজার পর্যন্ত টাকা বদলের সীমা বেধে দিলেও, একাধিক ব্যাঙ্ক সূত্রে খবর, একশো টাকার যেরকম যোগান থাকবে সেইমতো টাকা বদল করে দেওয়া হবে! অর্থাৎ যোগান কমে গেলে চার হাজারের চেয়েও কম টাকা দেওয়া হতে পারে!