উপ-নির্বাচনে সমস্ত ধরনের একজিট পোল নিষিদ্ধ

elনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর ।। ১৯ নভেম্বর, ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রিপুরা বিধানসভা ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপ-নির্বাচনে সমস্ত ধরনের একজিট পোল নিষিদ্ধ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের জারী করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর পি অ্যাক্ট ১৯৫১-এর ১২৬-এ ধারায় (২) (বি) উপধারা অনুসারে ১৯ নভেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে এই নির্বাচন সম্বন্ধীয় কোন একজিট পোল সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম বা অন্য কোনোভাবে প্রচার করা যাবে না। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, উক্ত উপ-নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের অপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা সহ কোন ধরনের নির্বাচন সম্বন্ধীয় বিষয় কোন বৈদ্যুতিন মাধ্যমে প্রদর্শন করা যাবেনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*