সংবাদ প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ।। ৫ দিন রিমান্ড শেযে সোমবার বিশালগড় ব্লকের প্রাত্তন বিডিও বিমল চক্রবর্তীকে পুনরায় পুলিশ কোটে তোলা হয়। সোমবার দুপুর প্রায় ১টা ৩৪ মিনিট নাগাদ বিমলকে কোটে তোলা হয়। পুলিশ আদালতের কাছে আরো ৭ দিনের রিমান্ড চেয়েছে। সংবাদ লেখা পর্যন্ত বিশালগড় ব্লকের প্রাত্তন বিডিও বিমল চক্রবর্তী কোটেই রয়েছে। গোপন সুত্রে জানা যায় এর পেছনে অনেক রাঘব বোয়ালের নাম বেড়িয়ে এসেছে।
উদয়ন চৌধুরীর তোলা ছবি।