দেশের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালাল আয়কর দফতর

itজাতীয় ডেস্ক ।। সদ্য বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটকে অবৈধভাবে পাল্টে কর ফাঁকি দেওয়া এবং অন্যায়ভাবে মুনাফা তোলার অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালাল আয়কর দফতর। জানা গিয়েছে, এদিন আয়কর দফতরে খবর পৌঁছয় যে বিভিন্ন জায়গায় পাঁচশো ও হাজার টাকার নোটের বিনিময়ে কম পরিমাণ টাকা দেওয়ার ব্যবসা শুরু করেছে কিছু অসাধু ব্যাপারী। খবর মিলতেই তৎপর হল আয়কর দফতর। আজ দিল্লি, মুম্বই-সহ বেশ কয়েকটি জায়গায় সমীক্ষা চালায় তারা। অভিযান চালানো হয়, করোল বাগ,চাঁদনি চক-সহ দিল্লির একাধিক জনবহুল বাজারে। অভিযান চালানো হয় মুম্বইয়ের তিনটি জায়গায় ও চণ্ডীগড়, লুধিয়ানাতেও। সূত্রের খবর, দক্ষিণ ভারতের দুটি শহরেও অভিযান চালিয়েছে আয়কর দফতর। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে খবর এসেছিল, একশ্রেণির স্বর্ণ ব্যবসায়ী, নোট বদলকারী সংস্থা এবং হাওয়ালা ব্যবসায়ী বিভিন্ন জনের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট সংগ্রহ করছে। এ জন্য রীতিমতো ছাড় দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের অনুমান, কম দামে কেনা ওই নোট পরে ব্যাঙ্ক কিম্বা ডাকঘরে জমা দিয়ে, অতিরিক্ত লাভ করার কৌশল নিয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। যদিও সরকার জানিয়েছে, গোটা পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*