১২টি দ্বিপাক্ষিক চুক্তি এবং পরমাণু চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জাপান পৌঁছলেন প্রধানমন্ত্রী

nmআন্তর্জাতিক ডেস্ক ।। ১২টি দ্বিপাক্ষিক চুক্তি এবং গুরুত্বপূর্ণ অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জাপান পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকেই যাবতীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। নয়াদিল্লি থেকে তাইল্যান্ড হয়ে জাপানের রাজধানী টোকিও পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি তাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল অদূল্যদেজকে শ্রদ্ধা জানান। জাপান পৌঁছনোর পর ট্যুইট করে মোদী বলেছেন, ‘ভারত ও জাপানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও উন্নত করার জন্য ফলপ্রসূ আলোচনা হবে বলেই আশা করছি।’ সরকারি সূত্রে খবর, এই বৈঠকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রী নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দু দিনের এই সফরে জাপানের বণিকসভার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন মোদী। সম্রাট আকিহিতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মোদীর। গত বছরের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। সেই সময় দু দেশের অসামরিক পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই দু দেশের আলোচনা চলছে। কিন্তু ২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির জেরে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয় জল বাইরে আসার পরিপ্রেক্ষিতে জাপানের রাজনীতিবিদরা পরমাণু চুক্তির বিরোধিতা করছেন। যদিও এবার সেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ভারত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*