আগরতলা, ১২ নভেম্বর ।। ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত ত্রিপুরা হাইকোর্ট প্রঙ্গনে শনিবার জাতীয় লোক আদালত বসে। এদিন সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় লোক আদালতের কাজ শুরু হয়। এই লোক আদালতে ফৌজদারী ও মোটর দুর্ঘটনা জনিত দাবী সংক্রান্ত ৪০টির মতো মামলা মীমাংসার জন্য উত্থাপন করা হয়।