নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ।। শনিবার এন আই টি আগরতলার বিশ্বসরইয়া অডিটোরিয়ামে এন আই টি আগরতলার নবম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়। এই অনুষ্ঠানে এন আই টি’র পক্ষ থেকে রাজ্যপালকে সান্মানিক হিসেবে ডক্টর অফ ইঞ্জিনিয়ারীং ডিগ্রী প্রদান করা হয়। অন্যদিকে এই অনুষ্ঠানে পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা নানা পাটেকরকেও ডক্টর অফ লেটারস সান্মানিক দেয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর মনিপাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ড ডঃ সন্দীপ সানচেটি। এন আই টি আগরতলার নবম সমাবর্তন অনুষ্ঠানে এন আই টি’র ২৭ জন শিক্ষার্থীকে পি এইচ ডিগ্রী, ২১ জনকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণ পদক দেয়া হয়েছে। এদের মধ্যে স্নাতকোত্তর স্তরের বিভিন্ন শাখায় প্রথম স্থানাধিকারী ১১ জন, স্নাতক স্তরের প্রথম স্থানাধিকারী ৮ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তর হতে সামগ্রিকভাবে প্রথম স্থানা পেয়েছে এমন ২ জনকে স্বর্ণ পদক দেয়া হয়েছে। এছাড়াও এই সমাবর্তন অনুষ্ঠানে ২৪৩ জনকে এম-টেক, ১৫ জনকে এম বি এ, ২০ জনকে এম এস সি, ৩৪ জনকে এম সি এ এবং ৬৪৬ জনকে বি-টেক শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন এন আই টি আগরতলার অধিকর্তা গোপাল মুগেরাইয়া। অনুষ্ঠানে সভাপরিত্ব করেন এন আই টি আগরতলার বোর্ড অফ গভর্নসের চেয়ারম্যান অধ্যাপক দীপক বি পাঠক।