নোট বদল প্রক্রিয়া খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

pmজাতীয় ডেস্ক ।। নোট বদল প্রক্রিয়া খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতর এবং অর্থমন্ত্রকের আধিকারিকরা। সূত্রের খবর, ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে কীরকম নগদ টাকা রয়েছে, সাধারণ মানুষকে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে এসব নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রসঙ্গত, আজই একগুচ্ছ নতুন বদলের কথা ঘোষণা করে সরকার। ঘোষণা অনুযায়ী, কৃষকরা এবার থেকে সপ্তাহে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে অ্যাকাউন্টটি কেওয়াইসি করা হতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড দিয়েও একই পরিমাণ টাকা তোলা যাবে। সরকার নিয়ন্ত্রিত বাজার বা মাণ্ডির ব্যবসায়ীরা তুলতে পারবেন সপ্তাহে ৫০ হাজার টাকা পর্যন্ত। বিয়ের জন্যও কেওয়াইসি কাগজপত্র ও প্যান কার্ড দেখিয়ে আড়াইলাখ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে তোলা যাবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*