নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর ৷৷ ১৯ নভেম্বর ভারতের প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যেও প্রয়াতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার কংগ্রেসের সদর কার্যালয়ে নেতা নেত্রী, কর্মীরা প্রয়াতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানায়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল রায়। পাশাপাশি দলীয় পতাকা পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ NSUI এবং সেবা দলের পতাকা উত্তলন করা হয়।