গোপাল সিং, খোয়াই, ১৯ নভেম্বর ৷৷ রহস্যজনক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটল শনিবার। ঘটনা খোয়াই সুভাষ পার্ক এলাকার চরগনকি গ্রামের মহাদেব সরকারের বাড়িতে। জানাযায়, শনিবার সন্ধ্যে আনুমানিক ৭টা ১০ মিনিট নাগাদ মহাদেব সরকারের ঘরে আগুন লাগে। অগ্নি সংযোগের খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশও। আচমকা শ্রী সরকারের বাড়িতে অগ্নি সংযোগের ফলে প্রচুর ক্ষয় ক্ষতি হলেও আগুন লাগার কারন এখনো জানা যায়নি।