নয়াদিল্লি, ২৮ অক্টোবর ।। আগামীকালই বিদেশের ব্যাঙ্কে কালো টাকার অ্যাকাউন্টধারীদের সবার নামের তালিকা সরকার সুপ্রিম কোর্টে পেশ করবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মুখ বন্ধ করা খামে ওই তালিকা সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়ে জেটলি বলেন, কাউকে রক্ষা করা, আড়াল করার প্রশ্ন নেই।তবে সুপ্রিম কোর্টে তালিকাটি পেশ করলেও সেটি প্রকাশ্যে অর্থাত জনসমক্ষে আনা হবে কিনা, তা স্পষ্ট হয়নি।সরকার তালিকাটি সর্বসাধারণের জন্য প্রকাশ করবে কিনা, সে ব্যাপারে কিছু বলেননি জেটলি।
সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের মুখেই কেন্দ্র কালো টাকার অ্যাকাউন্টের মালিকদের সবার নাম জানাতে চলেছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের।বস্তুত আজ সর্বোচ্চ আদালত সরকারকে যে ভাষায় তিরস্কার করেছে, তাতেই এই ধারণা তৈরি হয়েছে।বিদেশের ব্যাঙ্কে কালো টাকা মজুত রাখা লোকজনের নাম জানানো নিয়ে এদিন সুপ্রিম কোর্টের আগের নির্দেশ সংশোধনের আবেদন জানিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি।তিনি বেঞ্চকে বলেন, বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বৈধতা নিয়ে তদন্ত করার পরই সরকার নাম প্রকাশ করতে চায় বলে রোহতাগি জানালে তা সরাসরি খারিজ করে দেয় বেঞ্চ।বিচারপতিরা বলেন, আগের নির্দেশের একটি শব্দও বদলাব না! ওই নির্দেশ আগের ইউপিএ সরকার মেনে নিয়েছিল। নাম জানানোর ব্যাপারে কেন কেন্দ্র গড়িমসি করছে, এই প্রশ্ন তুলে বেঞ্চ নির্দেশ দেয়, বিদেশে কালো টাকা অ্যাকাউন্টধারীদের সবার নাম বুধবারের মধ্যে জানাতে হবে সরকারকে দৃশ্যত ক্ষুব্ধ প্রধান বিচারপতি এইচ এল দাত্তু বলেন, সলিসিটর জেনারেলের সামনে প্রকাশ্য আদালতে আগের নির্দেশ জারি হয়েছিল।সুতরাং নতুন সরকার এসে সেই নির্দেশের সংশোধন চাইতে পারে না।
৩০ মিনিটের শুনানি পর্বে কেন্দ্রকে কোনও পদক্ষেপ করতে নিষেধ করে বেঞ্চ নির্দেশ দেয়, সরকার শুধু নামগুলি জানাক, সব তথ্য সরবরাহ করুক।আদালত বিশেষ তদন্ত দল (সিট) বা সিবিআইয়ের মতো অন্য তদন্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেবে।বেঞ্চ মন্তব্য করে, আপনাদের কিছু করতে হবে না।শুধু অ্যাকাউন্টধারীদের নামের তালিকা, ওদের ব্যাপারে যাবতীয় তথ্য আমাদের দিন।আমরা পরবর্তী তদন্তের নির্দেশ দেব।কালো টাকা দেশে ফেরানোর বিষয়টা আমরা সরকারের হাতে ছেড়ে দিতে পারি না।কারণ সরকার দায়িত্ব নিলে আমাদের জীবদ্দশায় ওটা সম্ভব হওয়ার নয় তারপরই সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বেঞ্চ বলে, কেন বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের রক্ষা করতে ছাতা ধরছেন আপনারা!
শীর্ষ আদালতের এহেন কঠোর মনোভাবের সামনে সাংবাদিকদের জেটলি বলেন, সরকার তালিকাটি আদালতে পেশ করবে কেননা ইতিমধ্যেই গত ২৭ জুন সেটি আদালত নিযুক্ত বিশেষ তদন্ত দলকে দিয়েছে।আইনের সঙ্গে তাল রেখে যে কোনও পদ্ধতিতে বিষয়টির মূলে পৌঁছতে চায় সরকার।সরকারের পুরো তালিকাটা জমা দিতে কোনও অসুবিধাই নেই কালই তা পেশ করবে কেন্দ্র।বিদেশি ব্যাঙ্কে বেআইনি কালো টাকার অ্যাকাউন্টধারীদের সবাইকে শাস্তি দিতে চায় সরকার এবং কালো টাকা উদ্ধার করে দেশে ফেরাতে সরকার প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ করবে।