রাজীব সাহা, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ রাজ্যে মহিলা সংক্রান্ত নানা অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে মহিলা সংক্রান্ত অপরাধ নিবারণে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ত্রিপুরা অ্যাডভাঞ্চার সোশ্যাল এক্সপেডিশন অর্গানাইজেশনের উদ্যোগে সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে ত্রিপুরা মহিলা কমিশনের সহযোগিতায় এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়, মহিলা কমিশনের মেম্বার সেক্রেটারি অপর্ণা দে, সোনামুড়ার এস ডি পি ও বাবুল দাস, শুভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলী শীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ত্রিপুরা অ্যাডভাঞ্চার সোশ্যাল এক্সপেডিশন অর্গানাইজেশনের সম্পাদক লিটন শীল।