দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ সদ্য সমাপ্ত উপনির্বাচনে রাজ্যের দুটি আসনে ঐতিহ্য বজায় রেখে গণতন্ত্র প্রিয় মানুষ ভোটদানে কার্পণ্য করেনি। মঙ্গলবার প্রকাশিত হবে মানুষের রায়। রাজ্যের রাজনীতিতে কংগ্রেস – সি পি আই (এম) যুগের অবসান হয়েছে বলাই বাহুল্য। কংগ্রেসের শূন্যস্থান পূরনে রাজ্যের দুটি আসনের উপনির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। ভোটের প্রশ্নে বড়জলা কেন্দ্র বরাবরই কংগ্রেসের পাশে থেকেছে কিন্তু এবার সেই কেন্দ্রটি ছিনিয়ে নিতে ক্ষমতাসীন দল যেমন সাংগঠনিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পাশাপাশি বিভক্ত বিরোধীরাও জোরদার প্রচার চালিয়েছে। ভোট ভাগের সমীকরণে দুই আসনে ক্ষমতাসীন দলের জয় লাভের সঙ্গে যুক্ত রয়েছে ভোট প্রাপ্তির সংখ্যার তেমনি বিরোধী শক্তির অবস্থানও পরিস্কার হয়ে যাবে। যদিও উপনির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দলের ক্ষমতায় টান ধরার যোগসূত্র নেই কিন্তু এ রাজ্যের মানুষের রায়ে প্রতিফলিত হবে আগামীর রাজনীতির রোডম্যাপ।
উমাকান্ত স্কুলে সোমবার ই ভি এম বন্দী মানুষের রায় কড়া প্রহরায় সতর্ক দৃষ্টিতে শেষলগ্ন অতিবাহিত হয়েছে সি আর পি এফ জোয়ানদের তত্ত্বাবধানে।