দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ ২০১৬-র শেষলগ্নে অনুষ্ঠিত দুটি আসনের উপনির্বাচনের ফলাফলের দিকে তাকিয়েছিল আপামর গনতন্ত্রপ্রিয় মানুষ আর রাজনৈতিক মহল। বিশেষত বিগত কয়েক বছরে রাজ্যের রাজনীতির প্রেক্ষাপটে ঘটনা পরম্পরায় অনেকটাই পাল্টে গেছে। পশ্চিম বাংলার বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সি পি আই (এম) গাঁটছড়ায় রাজ্য কংগ্রেসের জন্য বিপর্যয় নিয়ে এসেছে অন্যদিকে দিল্লীতে বিজেপি’র ক্ষমতা দখলে ত্রিপুরায় দল সাংগঠনিক শক্তি সঞ্চয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেসের ভাঙ্গন পর্বে তৃণমূলও রাজ্য রাজনীতিতে অতি সক্রিয় হয়ে ময়দানে নেমেছে। সদ্য সমাপ্ত দুই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের জয় নিয়ে সব মহলেই নিশ্চিৎ ছিল। প্রচারে তৃণমূল, বিজেপি মানুষের মন জয়ে চেষ্টার কসুর করেনি অন্যদিকে সি পি আই (এম) স্থানীয় নেতা মন্ত্রীদের উপরই ভরসা করেছে, দলের হয়ে প্রচারে অংশ নিয়েছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার।
সদ্য সমাপ্ত উপনির্বাচনে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত বড়জলা কেন্দ্রে মানুষের সাড়ায় বিজেপি জয়ের স্বপ্ন দেখেছিল কিন্তু ফলাফলে গনমানসের অভিব্যক্তির প্রতিফলনে প্রমানিত হয়েছে বিশাল অংশের মানুষ বিজেপি’র পদ্মফুলে আস্থা দেখিয়েছেন। প্রায় ছয় হাজারের কাছাকাছি ভোটের সংখ্যায় তৃণমূল বরজলায় তৃতীয় এবং কংগ্রেস শোচনীয় পরিস্থিতিতে পর্যবসিত হয়েছে।
খোয়াইয়ে সি পি আই (এম)-র একচ্ছত্র আধিপত্যের ধারা বজায় রেখে প্রয়াত সমীর দেব সরকারের শূন্যস্থানে বিশ্বজিৎ দত্ত ২৪,৮১০ ভোট পেয়ে জয় হাসিল করেছেন। প্রয়াত সমীর বাবুর তৈরী জমিতে বিশ্বজিৎ দত্তের জয়ের ব্যবধান বৃদ্ধির পেছনে সমীর দেব সরকারের প্রতি সমবেদনা আর সহানুভূতির ভোটের সবটাই পড়েছে সি পি আই (এম)-র অনুকূলে।
উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে সমীকরনের হিসেব। গনমানসের রায়ের প্রতিফলনের পরিণতিতে ক্ষমতাসীন দল ২০১৮-র জন্য নতুন কি কৌশল নেয় তার দিকে যেমন নজর থাকবে মানুষের তেমন বিজেপি, তৃনমূলের অবস্থানের উপর নির্ভর করছে বিরোধীদের আগামীর ভবিষ্যৎ। বলাই বাহুল্য রাজ্য কংগ্রেসের বেহাল দশায় প্রমানিত কংগ্রেসের অস্তিত্ব রক্ষাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
এক নজরে ভোটের ফলাফল –-
৪-বরজলা বিধানসভা কেন্দ্রে সি পি আই (এম) = ১৫,৭৬৯
বিজেপি = ১২,৩৯৫
তৃণমূল কংগ্রেস = ৫,৬৯২
কংগ্রেস = ১,০৬৩
আমরা বাঙালি = ২৪৫
নোটা = ৩৭৬
২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে সি পি আই (এম) = ২৪,৮১০
তৃণমূল কংগ্রেস = ৮,৭১৬
বিজেপি = ২,৫২৮
কংগ্রেস = ৬৯৬
আমরা বাঙালি = ৩২৬
নোটা = ২৪৭