ভারতীয় সেনার গুলিতে নিহত পাকিস্তানের ৩ জওয়ান সহ ৭ জন

arআন্তর্জাতিক ডেস্ক ৷৷ ভারতীয় সেনার গুলিতে তাদের ৩ জওয়ান সহ সাতজনের মৃত্যু হয়েছে বলে জানাল পাকিস্তান। এদিন পাক সেনার তরফে দাবি করা হয়, নিয়ন্ত্রণরেখায় তাদের সেনা ছাউনি লক্ষ্য করে গত ২৪-ঘণ্টায় বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে ভারতীয় ফৌজ। এর ফলে, তাদের ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতের গুলির নিশানায় প্রাণ হারিয়েছে আরও ৪ জন নাগরিকও। পাক সেনার দাবি, গত সপ্তাহ মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের গুলিতে ১৪ জন প্রাণ হারিয়েছে। পাক সেনার বিবৃতি অনুযায়ী, ভারতের গুলিতে মারা গিয়েছে ক্যাপ্টেন তৈমুর আলি খান, হাভিলদার মুস্তাক হোসেন এবং লান্স নায়েক গুলাম হোসেন। ওই বিবৃতিতে এ-ও দাবি করা হয়েছে, পাল্টা গুলিতে সাত ভারতীয় জওয়ানও মারা গিয়েছে। পাশাপাশি, পাক সেনার আরও দাবি, নীলম উপত্যকার ধুদনিয়লের কাছে এক যাত্রীবাহী বাস লক্ষ্য করে ভারতীয় জওয়ানরা গুলি চালালে, চার নাগরিকের মৃত্যু হয়। যদিও, পাক সংবাদমাধ্যমের দাবি, ভারতের গুলিতে ১০ জন নাগরিকের মৃ্ত্যু হয়েছে। প্রসঙ্গত, গতকালই কাশ্মীরের মাছিল সেক্টরে পাক হামলায় ভারতের তিন সেনা জওয়ান শহিদ হন। শুধু তাই নয়, কাপুরুষোচিত আচরণ করে এক জওয়ানের দেহ বিকৃত করে দেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর বিরুদ্ধে। এরপরই, ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়, পাক সেনার এই বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে। তার ২৪-ঘ্ণ্টা কাটতে না কাটতেই, পাক সেনা এই বিবৃতি জানাল। এদিকে, ভারতীয় জওয়ানের দেহ বিকৃতির বিষয়টি এদিন সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান। পাক বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, পাকিস্তানের ভাবমূর্তিকে কলুষিত করতেই ভারত এই অভিযোগ করেছে। তাঁর পাল্টা দাবি, পাক সেনা অত্যন্ত পেশাদার। তারা এধরনের কাজ করেও না, সমর্থনও করে না।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*