নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ গত ২৪শে নভেম্বর (বৃহস্পতিবার) উদয়পুর মাতাবাড়ি মণ্ডলের মাতারবাড়ী পঞ্চায়েতের অন্তর্গত কামারবাগ এলাকায় বিজেপি’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেত্রী চিন্তাবালা দাস। এই জনসভায় ৩২ পরিবার সিপিআই(এম), ১ পরিবার কংগ্রেস এবং ২ পরিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মোট ১২৪ জন ভোটার বিজেপি’র পতাকাতলে শামিল হন। নবাগতদের মধ্যে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি কমল দাস মহাশয় যোগদান করেন। উক্ত সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।