দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ ২৮শে নভেম্বর গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল গুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালনের প্রস্তুতি নিচ্ছে। মূলত পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নোট বাতিলের সিদ্ধান্তে একেবারে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। কট্টর বাম বিরোধী মমতা ব্যানার্জী নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে বামেদের আহ্বান জানানোয় দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২৮শে নভেম্বর বাম শাসিত কেরালা, ত্রিপুরায় বনধের সঙ্গে পশ্চিম বাংলায় বামফ্রন্ট বনধের ডাক দিয়েছে। পশ্চিম বাংলায় বনধের বিরোধীতা করেছেন তৃণমূল সুপ্রীমো। নোট কান্ডে রাজনীতির বিচিত্র কর্মকাণ্ডে বিরোধীরা যখন লোকসভা, রাজ্যসভায় সমস্বরে প্রতিবাদ জানাচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন এখানেই শেষ নয় আরো বাকি আছে। দোস্তি কুস্তি চুলোচুলি গলাগলির রাজনীতির লেটেষ্ট এডিশন পর্ব চলছে ভারতবর্ষে।