নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ গত ২২ নভেম্বর জন্মুর পুঞ্চ জেলার ভারত-পাক সীমান্তের জামিয়া ওয়ালিগলি সেক্টরে পেট্রোলিং করার সময় পাকিস্থানি হানাদার বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরনে শহিদ হন রাজ্যের এক বি এস এফ জওয়ান শম্ভু সাতমুড়া। শম্ভু সাতমুড়া ছিল বি এস এফ ১০৭ নম্বর ব্যাটেলিয়নে। শুক্রবার সকালের বিমানে তাঁর মরদেহ আগরতলা সুভাষনগর সাধুটিলা এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তাঁর স্ত্রী, মা, বোন এবং আত্মীয় পরিজনরা বুকফাটা আর্তনাদে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ ফুলে ফুলে, জাতীয় পতাকা হাতে নিয়ে এই বীর সেনাকে অন্তিম শ্রদ্ধা জানান। সেখান থেকে কফিন বন্দি তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে দেয়া হয় গার্ড অব অনার এবং গান সেলুট। উপস্থিত জোওয়ান এবং সাধারন মানুষ সন্মিলিতভাবে স্লোগান তোলে ‘বীর শহিদ শম্ভু সাতমুড়া অমর রহে, পাকিস্তান মুর্দাবাদ’। হাজার হাজার মানুষের চোখের জলে চিরবিদায় নিল বীর শহিদ শম্ভু সাতমুড়া।