দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ বিগত ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিরোধীদল সমূহ প্রতিবাদে সামিল হয়েছে। শনিবার, রাজ্যে নোট বাতিলের সিদ্ধান্তে দেশের বিদ্যমান পরিস্থিতির প্রতিবাদে গোটা রাজ্যে বামদল সমূহ গণঅবস্থান এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। শহরের প্যারাডাইস চৌমুহনীতে গণঅবস্থানে অংশ নিয়েছেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্যরা। বক্তারা তাঁদের ভাষনে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে তীব্য ভাষায় সমালোচনা করেছেন। গণঅবস্থান থেকে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ২৮শে নভেম্বর বামফ্রন্ট আহুত ১২ ঘন্টার বনধে রাজ্যবাসীকে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।