দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ জুলাই/(NUT) : গোটা দেশের বামপন্থি আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত ত্রিপুরা। দেশ জুরে বাম বিপর্যয়ের মধ্যেই আগামী ১৫ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়ে গেছে ব্যালট পেপারে ভোট গ্রহন পর্ব।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট নিয়ে রাজনিতির সব শিবিরে চলছে ভোট যুদ্ধের প্রস্তুতি। পাশাপাশি পালা করে চলছে আয়রম গয়রম পর্ব। পঞ্চায়েতের দুর্নীতি দায়বদ্ধ্তার পরিবর্তে কতিপয় বাম সদস্যদের বিচ্যুতি সিপিএম কে অনেকটাই সতর্ক করে দিয়েছে। ফলে সিপিএম পঞ্চায়েত ভোটে অনেক নতুন মুখের আমদানি করেছে।
অন্যদিকে অবামঐক্কের কথা বললেও বাস্তবে ভিন্ন পরিস্থিতি বিরধি দল গুলোর। সাব রাজনৈতিক মহলেই প্রচার প্রায় শেষের দিকে । সাব রাজনৈতিক দল গুলোই তৈ্রি হচ্ছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পল্লির পথে প্রান্তরে ।
গ্রামের ভোটের তর্জা এখন গ্রাম ছেরে শহরবাসির মুখে মুখে।