বাস ও অটোর সংঘর্ষে গুরুতর জখম চালক সহ অটো যাত্রী

acগোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর ৷৷ চাম্পাহাওড় থানাধীন বেহলাবাড়ী কৃষ্ণবাড়ী এলাকায় বাস ও অটোর সংঘর্ষে গুরুতর জখম চালক সহ অটো যাত্রী। এরমধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবি স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার কৃষ্ণবাড়ী এলাকায় আগরতলাগামী TR06-1210 নম্বরের বাসটির সাথে সংঘর্ষ বাধে TR1D-3974 নম্বরের অটো গাড়ীটির। অটো চালক রঞ্জিত দেববর্মা ও শঙ্কর দেববর্মা গুরুতর জখম হয়। দূর্ঘটনার পর আহতদের তরিঘড়ি বেহলাবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে অটো চালক রঞ্জিত দেববর্মাকে গুরুতর জখম অবস্থায় জিবি স্থানান্তরিত করা হয়। সেখানেই উনার চিকিৎসা চলছে। পুলিশ পরবর্তী সময় অটো এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। বেপরুয়া যানচলাচলই এদিনের দূর্ঘটনার মুল কারন। প্রতিদিনই বেপরুয়া গতিতে যান চলাচলের ফলে প্রাণহানী ঘটছে। কিন্তু তাতেও সচেতনতা বাড়ছে কম অসচেতনতাই যেন জাঁকিয়ে বসেছে। যান দূর্ঘটনা রোধ করতে যান চালকদের সচেতন যেমন হতে হবে তেমনি আরক্ষা প্রশাষনেরও আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে বলে মনে করছেন জনসাধারন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*