গোপাল সিং, খোয়াই, ২৯ নভেম্বর ৷৷ খোয়াই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় মাথার উপর ঝুলন্ত বিপদের সম্মুখিন এলাকাবাসী। বিদ্যুৎ পরিবাহী তারের উপর বিপজ্জনকভাবে হেলে পড়ে আছে সুপারি গাছ। বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্বেও মিলছেনা সুরাহা। টালবাহানার মধ্যেই দিনের পর দিন চলে যাচ্ছে। এইচটি লাইনেরও কি নিদারুন দূর্দশা ! মনে হচ্ছে যেন জাল বুনা হয়েছে। এসবের পরও এলাকার মানুষের বারবার জানানো সত্বেও খোয়াই বিদ্যুৎ দপ্তর ভূমিকাহীন। এই বিপজ্জনক দৃশ্য ধরা পড়ল মধ্য গনকী গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে। মহাদেবটিলা থেকে সমরুটিলা যাবার পথে দাসপাড়া এলাকায় এভাবেই এইচটি লাইনের উপর বিপজ্জনক অবস্থায় একটি সুপারি গাছ পড়ে আছে। পাশেই রয়েছে জলাশয়। রয়েছে ছোট্ট খেলার মাঠ। বিদ্যুৎ পরিবাহী তার যদি ছিড়ে পড়ে পুকুরে তবে যেমন মারাত্মক আকার ধারন করতে পারে তেমনি খেলার মাঠে খুদে শিশুদেরও ক্ষতি হতে পারে। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ভাঙা সুপারি গাছটিকে বিদ্যুৎ পরিবাহী তার থেকে সরিয়ে নিয়ে গ্রামের মানুষকে বিপদমুক্ত করার জন্য এগিয়ে আসছেনা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অথচ এই রাস্তা ধরেই প্রতিদিন যাতায়াত করছে প্রচুর মানুষজন। যেকোন সময় বিপদ আছড়ে পড়তে পারে মাথার উপর। ওয়ার্ড এলাকার মানুষজনও দুশ্চিন্তার মধ্যে চলাচল করছেন। মঙ্গলবারও বিদ্যুৎ দপ্তরকে ফোনে বিষয়টি ফের একবার জানানো হয়েছে বলেও জানালেন ২নং ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দর্শন মিলেনি বলেই ক্ষোভের সুর স্থানীয়দের।
