
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ ডিসেম্বর ।। গোটা পৃথিবীতে এইডস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে পাশাপাশি এই মরন ব্যাধির বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রয়েছে। সরকারীস্তরে বিশ্ব এইডস দিবস পালিত হয়ে আসছে ১৯৮৮ সাল থেকে। অসংরক্ষিত জীবনশৈলী থেকেই উৎপত্তি হয় এইডসের শুরু। তিলে তিলে মৃত্যুর পথে অগ্রসর হতে থাকে একটা মানুষ। এইডসের সংক্রমনের তীব্রতার তারতম্য রয়েছে পজিটিভ মানেই একজনের সঙ্গে একটা পরিবারের ধবংশ হওয়া। ভারতের AIDS Control society-র প্রচেষ্টায় ভয়াবহ অবস্থার পরিবর্তন হচ্ছে, সাম্প্রতীক সমিক্ষায় সার্বিক এইডসের সংক্রমনে প্রায় ৫৭ শতাংশ হ্রাসের সংবাদ পাওয়া গেছে তবে দেশ থেকে এইডস দূর হয়নি। বিশেষজ্ঞদের মতে উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে বেড়ে চলেছে এইডেস সংক্রমন। জনসচেতনতার ক্ষেত্রে অসংগতির জন্য পারিবারিক অবস্থান ও শিক্ষায় পিছিয়ে থাকা এইডসের বৃদ্ধির কারন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
সরকারী হিসাবে ২০১৬ সালের অক্টোবর মাস পর্যন্ত রাজ্যে এইচ আই ভি আক্রান্ত মানুষের সংখ্যা ১১৯৫ জন। যার মধ্যে ৬৬১ জন পুরুশ, ৪৭৪ জন মহিলা এবং ৬০ জন শিশু রয়েছে। ত্রিপুরা AIDS Control society-র তরফে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে আগরতলায় বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। এছাড়াও মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। এবছর বিশ্ব এইডস দিবসের মূল স্লোগান হল ‘টক এইডস এন্ড স্টপ এইডস’। বিশ্ব এইডস দিবস উপলক্ষে AIDS Control society-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল সচিবালয়ে এসে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারকে রেড রিবন পরিয়ে দেন।