জন্মভিটেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শহিদ চিত্তরঞ্জন দেববর্মার অন্ত্যোষ্টি ক্রিয়া

chittaranjan-debbarma-jpg2 chittaranjan-debbarma-jpg3 chittaranjan-debbarma-jpg4 chittaranjan-debbarma-jpg5 chittaranjan-debbarma-jpg6নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ রাজ্যের যুবক বি এস এফ জওয়ান শম্ভু সাতমুড়ার শহিদ হবার ৭ দিনের মাথায় কাশ্মীরে জঙ্গি হামলায় রাজ্যের আরও এক যুবকের শহিদ হবার ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) জন্মুর নাগরোটায় সেনা শিবিরে ছয় জঙ্গি আত্মঘাতি হামলায় শহিদ হন ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের নায়েক চিত্তরঞ্জন দেববর্মা (৩৬)। জন্মুর নাগরোটায় সেনা শিবিরে পুলিশের পোশাকে অস্ত্রশস্ত্র নিয়ে ছয় জঙ্গি আত্মঘাতি হামলায় শহিদ হন ৭ জন সেনা জওয়ান। এর মধ্যে একজন রাজ্যের যুবক চিত্তরঞ্জন দেববর্মা। সাহসিকতার সাথে গুলীর লড়াইয়ে ৬ আত্মঘাতি জঙ্গিকে খতম করে শহিদরা মৃত্যুবরণ করেন। কল্যাণপুর থানাধীন গাইরিং পাড়ার মধু দেববর্মার (৮৫) পুত্র চিত্তরঞ্জন দেববর্মার শহিদানের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন শহিদ চিত্তরঞ্জন দেববর্মার সহধর্মিণী নমিতা দেববর্মা (৩৩), মা এবং দুই সন্তান।
বৃহস্পতিবার বিকেলে ভারতীয় বায়ুসেনার এ এন-৩২ বিশেষ বিমানে বীর শহিদ চিত্তরঞ্জন দেববর্মার মরদেহ আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় লিচুবাগানস্থিত সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হাসপাতালে। শুক্রবার সকালে ভারতীয় বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে চিত্তরঞ্জন দেববর্মার মরদেহ কল্যাণপুর থানাধীন গাইরিং পাড়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কল্যাণপুরেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহিদ চিত্তরঞ্জন দেববর্মার অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। বনমন্ত্রী নরেশ জমাতিয়া, সেনাবাহিনীর আধিকারিকগণ, সাধারন জওয়ান, পুলিশ আধিকারিক সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন শহিদকে শ্রদ্ধা জানাতে।
রাজ্যের আরও এক যুবকের শহিদানের খবরে রাজ্যপাল তথাগত রায় এবং রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার পৃথক পৃথক বিবৃতি দিয়ে বীর শহিদ চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর জন্মুর পুঞ্চ জেলার ভারত-পাক সীমান্তের জামিয়া ওয়ালিগলি সেক্টরে পেট্রোলিং করার সময় পাকিস্থানি হানাদার বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরনে শহিদ হন রাজ্যের এক বি এস এফ জওয়ান শম্ভু সাতমুড়া। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে রাজ্যে দুই যুবকের শহিদের ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*