আগরতলা, ২৯ অক্টোবর ।। আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় উদয়পুর টেপানিয়া ব্লকের নতুন অফিস বাড়ি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তপশিলী জাতি কল্যান মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক মাধব সাহা ও প্রণজীত সিংহ রায়, জেলা শাসক সোনাল গোয়েল প্রমুখ।
ফাইল ছবি।