
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ ১৯৯৪ সালে রাজ্যের মহিলাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মহিলাদের অধিকার সুরক্ষায় ‘ত্রিপুরা মহিলা কমিশন’ যাত্রা শুরু করে। ২রা ডিসেম্বর, ২০১৬ (শুক্রবার) প্যারাডাইস চৌমুহনীতে ‘ত্রিপুরা মহিলা কমিশন’-র নবনির্মিত নিজস্ব পাকা বাড়ির দ্বারোদঘাটন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে বলেন, মেয়েদের পেছনে রেখে সমাজ কোনভাবেই এগিয়ে যেতে পারেনা। সমাজের উন্নতির জন্য মেয়েদের সাম্নের সারিতে এগিয়ে আনতে হবে। মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন যাতে আগামীদিনে আরও গুরুদায়িত্ব পালন করতে সক্ষম হয় সে লক্ষ্যে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নবনির্মিত এই পাকা বাড়িটি তৈরী করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়, প্রাক্তন চেয়ারপার্সন ডঃ তপতি চক্রবর্তী, প্রাক্তন চেয়ারপার্সন পূর্ণিমা রায়, সদস্য সচিব অর্পণা দে এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের সচিব চৈতন্য মূর্তি উপস্থিত ছিলেন।