জাতীয় ডেস্ক ৷৷ মোরাদাবাদের পরিবর্তন সভা থেকে নোট বাতিল পদক্ষেপের বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদী। বিগত কংগ্রেস সরকারকে কটাক্ষ করে তিনি বাতিল নোটের বদলে ব্যাঙ্ক, এটিএমের বাইরে নতুন নোট নেওয়ার লাইন প্রসঙ্গে বলেন, গত ৭০ বছর ধরে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তো লাইনই দিয়ে গিয়েছেন মানুষ! সেইসঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, লাইনে দাঁড়ানোর অবসান ঘটাতেই এটাই হবে শেষ লাইন! এদিন প্রধানমন্ত্রীর ভাষণে বারবার শোনা গিয়েছে বিরোধীদের সমালোচনা। তিনি বলেছেন, আগে যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা শুধুই নিজেদের আর পছন্দের লোকজনের স্বার্থই দেখেছে, গরিবের কথা বিন্দুমাত্র ভাবেনি। ছিল গরিবি মোচনের কথাও। মোদী বলেছেন, দেশ থেকে দারিদ্র দূর করতে হলে আগে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যগুলি থেকে গরিবি হটাতে হবে। আগে থেকে নোট বদলের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি, তাই আচমকা ৫০০-১০০০ টাকার নোট বাতিলের ধাক্কায় মানুষের জীবনে অভূতপূর্ব, তীব্র সংকট নেমে এসেছে বলে অভিযোগ এনে তাঁকে কাঠগড়ায় তুলেছেন। আত্মপক্ষ সমর্থনের মোদীর পাল্টা প্রশ্ন, দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি কি অপরাধ, অন্যায় করেছি? সেইসঙ্গে নোট বাতিলের পিছনে মানুষের অকুণ্ঠ সমর্থন আছে, সওয়াল করে তিনি বলেন, সত্ মানুষ নোট বদলের লাইনে দাঁড়িয়েছে, আর দুর্নীতিবাজরা নোট বাতিল হওয়ার ফেলে গরিবের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, জনধন অ্যাকাউন্টে যে কালো টাকা জমা পড়েছে, তা তুলবেন না। যারা টাকা টাকা করে, তাদের কাঠগড়ায় তুলব। বিরোধীদের প্রতি পাল্টা মোদীর মন্তব্য, ওঁরা আমার কী করবেন? আমি তো ফকির। সামান্য যা আছে, তাই দিয়েই চলে যাবে আমার।