গোপাল সিং, খোয়াই, ০৩ ডিসেম্বর ৷৷ পূর্বের আকাশে সূর্য উকি দিয়েছে মাত্র। হাতে কাঁচি নিয়ে জমিতে সোনালী ধান কাটতে নেমে পড়লেন ৫৬ জন পার্টি কর্মী। একদিনের মজুরির পুরো অংশ বিশেষ তহবিলে দান করলেন তারা। সকাল ৮টা থেকে ধান কাটা শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে পাঁচটায়। ক্লান্তিহীন পার্টি কর্মীরা পর পর ৮ পাকা ধান কাটলেন। এদিন সারি সারি লাল ঝান্ডায় সজ্জিত ছিল এই গ্রামের আট কানি জমির ধান খেত। পার্টি কর্মীদের এই উদ্যোগকে অভিনন্দন জানালেন সংশ্লিষ্ট জমির মালিক।
মূলত সিপিআই(এম) খোয়াই মহকুমার পূর্বাঞ্চল অঞ্চলে এখন চলছে বিশেষ তহবিল সংগ্রহ অভিযান। অঞ্চলের প্রতিটি পাড়ায় তহবিল সংগ্রহের কাজে ব্যস্ত পার্টি কর্মীরা। বিশেষ তহবিলে অর্থ দান করতে কৃষকের জমিতে মজুরি খাটলেন পার্টি কর্মীরা। অজগড়টিলাতে এমনই ছবি নজরে পড়ল শুক্রবার। Cpim পূর্বাঞ্চল অঞ্চল কমিটির অন্তর্গত অজগড়টিলাতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে পার্টি কর্মীরা আট কানি ধান কেটে টাকা পার্টির বিশেষ তহবিলে দান করে। এর মধ্যে ছিলেন ৫৬ জন পার্টি কর্মী ( পুরুষ ৪৪ জন ,মহিলা ১২ জন)। পার্টির শ্রম দানে যেমন কর্মীরা আনন্দিত তেমন জমির মালিকও খুশি। কারণ কম খরচে কম সময়ে সোনালী ধান গোলায় তুলতে পারবে বলে জানালেন রতন দাস, দুলু দাসরা।