দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ৷৷ শনিবার, ভারতীয় জনতা পার্টির সদরস্থিত কার্যালয়ে তপশিলী জাতি মোর্চার সাংবাদিক সন্মেলনে রাজ্য সরকারের ভূমকার সমালোচনা করা হয়। ভারতীয় জনতা পার্টির তপশিলী জাতি মোর্চার জাতীয় সম্পাদক শ্রুতি বঙ্গারু লক্ষ্মী দু’দিনের রাজ্য সফরে এসে জনসভায় অংশ নেয়ার পাশাপাশি দলের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। সাংবাদিক সন্মেলনে শ্রুতি বঙ্গারু লক্ষ্মী পরিসংখ্যান তুলে ধরে রাজ্য তপশিলী জাতি সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। তপশিলী জাতি সম্প্রদায়ের যেসব ছাত্র-ছাত্রীরা হোস্টেলে থেকে লেখাপড়া করছেন, রাজ্য সরকারের তাদের দৈনিক ৪১ টাকার পরিবর্তে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করার দাবী জানান। বিজেপি তপশিলী জাতি মোর্চার সাংবাদিক সন্মেলনে ত্রিপুরা রাজ্য ভারতীয় জনতা তপশিলী জাতি মোর্চার সভাপতি তাপস দাস সহ সুবল ভৌমিক উপস্থিত উপস্থিত ছিলেন।