দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ৷৷ গোটা বিশ্বের সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরায় শনিবার পালন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যে প্রতিবন্ধী দিবসের মূল অনুষ্ঠান পালন করা হয়। প্রতিবন্ধীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ, গান। এখানে আলোচনাচক্রে বক্তারা বিশ্ব প্রতিবন্ধী দিবসের তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, ত্রিপুরা স্কিল ডেভলাপমেন্ট মিশনের চেয়ারপার্সন এস কে পান্ড, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলিপ কুমার দাস, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় রাজ্য সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের সৌজন্যে।