জিবি হাসপাতালের মুল প্রবেশ দ্বার নরক গুলজার অবস্থায়

gbগোপাল সিং, আগরতলা, ০৪ ডিসেম্বর ৷৷ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যেও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী চলছে। রাজ্যপাল মহোদয় থেকে প্রশাসনের সর্বময় কর্তারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে বিভিন্ন কায়দায় ছবি তোলার জন্য যে ব্যস্ততা দেখান তাও কারোরই অজানা নয়। অনেকেই নিজের স্মার্ট ফোনটা নিয়ে নিজেই ঝাড়ু হাতে সেলফি তোলে নিজের সোশাল মিডিয়ার একাউন্টে পোষ্ট করতেও ভুলেননি। স্বচ্ছ ভারত অভিযানের নামে পোষ্টার, ফ্ল্যাক্স-ফ্যাস্টুন, জনসচেতনতা সহ নানা কর্মসূচী করে শুধু টাকা নয়-ছয় করার পরিকল্পনা। যার জ্বলন্ত উদাহরন এই বাস্তব চিত্র। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা বাদ দিলে শুধু আগরতলার জিবি হাসপাতালের মুল প্রবেশ দ্বার সহ পুরনো বিল্ডিং এর ভেতর ও বাহির পুতিময় দূরাবস্থায় আচ্ছন্ন। সুস্থ্য মানুষও অসুস্থ্য হবার পালা। রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা সহ রাজ্যের বাইরের জনগন জিবি এলাকায় আসেন। অথচ মুল সড়কের সামনে, জিবি হাসপাতালের প্রবেশ দ্বারেই দেখা যায় করুন চিত্র। এর থেকেই অনুমান করা যায় সমগ্র ত্রিপুরায় হাসপাতালগুলো কেমন নরক গুলজার অবস্থায় রয়েছে। অথচ জিবি হাসপাতালের মুল প্রবেশ দ্বার দিয়ে ডাক্তাররা সহ ভিভিআইপি লোকজন যেমন যাতায়াত করছেন তেমনি রাজ্যপাল মহোদয় সহ মন্ত্রি-আমলারাও যাতায়াত করেন। কিন্তু এসব ক্ষেত্রে উনারা ধৃতরাষ্ট্র সেজে যান বলে মনে করেন ত্রিপুরার জনসাধারন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*