নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ রান্নার গ্যাসের কালোবাজারী অবিলম্বে বন্ধ করা এবং কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাসের ২.০৭টাকা মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করল যুব কংগ্রেস। সোমবার, সদর জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে রান্নার গ্যাসের কেলেঙ্কারি বন্ধ করা এবং রান্নার গ্যাস ২.০৭টাকা মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে আসাম-আগরতলা জাতীয় সড়কের আশ্রম চৌমুহনীতে পথ অবরোধে সামিল হয়। তবে সদর জেলা যুব কংগ্রেস কমিটির এই সড়ক অবরোধ কর্মসূচীতে অফিস টাইমে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সরকারী কর্মচারীদের সবাইকেই সমস্যার মধ্যে পড়তে হয়।