দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ ডিসেম্বর ৷৷ ১৯৪৯ সাল থেকে ভারতে ৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করা হয় সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস। ভারতে এবছর দিবসটির ৫৪তম বর্ষ উদযাপন করা হয়েছে। এই দেশের সর্বভৌমত্ব রক্ষায় যে সমস্ত বীর সৈনিক আত্মহুতি দিয়েছেন যাঁদের সৌজন্যে দেশের অখণ্ডতা স্থিতিশীল সেই সৈনিকদের জন্যই ভারতের পতাকা দিবস সমর্পিত। জীবন বিপন্ন করে দেশ মাতৃকাকে যারা শত্রুর হাত থেকে প্রতিমুহূর্তে রক্ষা করছেন, রক্ত ঝরাচ্ছেন তাদের জন্য পতাকা দিবসে গোটা দেশ থেকে মানুষের আর্থিক সাহায্য নিয়ে বীর সৈনিক ও তাদের পরিবারের কল্যানে ব্যয় করা হয়। রাজ্যেও পালন করা হয়েছে ৫৪তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস। দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় অরুন্ধতীনগরস্থিত পুলিশ প্যারেড গ্রাউন্ডে। পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং হোম গার্ডের কমান্ডেন্ট জেনারেল কে নাগরাজ, এ ডি জি শ্যাম চতুর্বেদী, আই জি পি (আইন শৃঙ্খলা) শ্রীজেশ, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের অধিকর্তা তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর জওয়ান, তাদের পরিবার সহ সংশ্লিষ্ট বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহন করেন।