দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ অক্টোবর ।। ধূমপান তিলে তিলে জীবনকে ধবংশ করে দেয় – জানা সত্ত্বেও দিনে দিনে বেড়ে চলেছে ধূমপায়ীদের সংখ্যা। নেশা জাতীয় দ্রব্য তামাক সেবন, ধূমপান করছেন বুদ্ধিজীবি থেকে সাধারন মানুষ – ক্যান্সারে আক্রান্ত হয়ে ভীড় বাড়ছে হাসপাতালে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তামাক তথা ধূমপান বর্জনের আহ্বানে বৃহস্পতিবার উমাকান্ত দ্বাদশ স্কুলের পড়ুয়ারা ব্যানার, পোষ্টার হাতে নিয়ে শহরে মিছিলে অংশ নেয়। উমাকান্ত স্কুলের তরফে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন জানানো হয়েছে তামাক, ধূমপান পরিত্যাগ করে সুস্থ দেহ আর সুস্থ মনে জীবনকে উপভোগ করতে।