নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ দেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্ব রক্ষায় যে সমস্ত বীর সৈনিক আত্মহুতি দিয়েছেন যাঁদের সৌজন্যে দেশের অখণ্ডতা স্থিতিশীল সেই সৈনিকদের জন্যই ভারতের পতাকা দিবস সমর্পিত। জীবন বিপন্ন করে দেশ মাতৃকাকে যারা শত্রুর হাত থেকে প্রতিমুহূর্তে রক্ষা করছেন, রক্ত ঝরাচ্ছেন তাদের জন্য পতাকা দিবসে গোটা দেশ থেকে মানুষের আর্থিক সাহায্য নিয়ে বীর সৈনিক ও তাদের পরিবারের কল্যানে ব্যয় করা হয়। রাজ্যেও পালন করা হয়েছে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্য সৈনিক বোর্ডের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বুধবার সকালে সচিবালয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকারকে ব্যাজ পরিয়ে দেন।