ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ওপর পরিষেবা কর মকুব করছে কেন্দ্র

cজাতীয় ডেস্ক ৷৷ ‘ক্যাশলেস’ লেনদেনকে জনমানসে আরও ছড়িয়ে দিতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ওপর থেকে পরিষেবা কর মকুব করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এমনটাই জানা গিয়েছে। খুব শীঘ্রই এই মর্মে লোকসভায় বিজ্ঞপ্তি পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ডিমোনেটাইজেশনের সিদ্ধান্তের ফলে বাজারে যে নগদের জোগান কমে গিয়েছে তা কার্যত মেনে নিয়েছে অর্থমন্ত্রক। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে পড়ায় নতুন নোট হাতে পেতে ব্যাঙ্ক ও এটিএমে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সব মিলিয়ে মানুষের দুর্ভোগ ও হয়রানি চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায়, দেশবাসীর মনে ‘ক্যাশলেস’ বা নগদহীন লেনদেনের প্রতি উৎসাহ যোগাতে এই পন্থা নিতে চলেছে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। সূত্রের মতে, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত একটি লেনদেন করার ক্ষেত্রে ব্যাঙ্ক চার্জ নেওয়া হবে না। জানা গিয়েছে, এর জন্য ২০১২ সালের পরিষেবা কর আইনে সংশোধন আনা হবে। এর আগে, আগামী ৩১ মার্চের মধ্যে ১০ লক্ষ পিওএস (পয়েন্ট অফ সেল) মেশিন বসানোর জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*