গোপাল সিং, খোয়াই, ০৯ ডিসেম্বর ৷৷ খোয়াই পুর পরিষদের উদ্যোগে জনগনকে ফিল্টার বিতরন করা হয় যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু জনগনের প্রশ্ন হল খোয়াই পুর এলাকায় ফিল্টার কাদের দেওয়া হল? এবং বর্তমানে ফিল্টারগুলি বিশুদ্ধ পাণীয় জল দিচ্ছে কিনা? কানপাতলেই শোনা যায় ফিল্টারগুলি নিম্নমানের এবং বর্তমানে প্রায় বাড়ীতেই শোভা বর্দ্ধন করছে এই ফিল্টারগুলি। শোনা যায় বেশ কিছু ফিল্টার বিতরন না করে টাউন হলের ভেতর রেখে দেওয়া হয়েছে। কিছু ফিল্টার এদিক-ওদিক হয়ে গেছে। জনমনে স্বভাবতই প্রশ্ন জাগতে শুরু করেছে, যদি গরীব মানুষের জন্য ফিল্টারগুলি কেনা হয়ে থাকে তবে এগুলি বিতরন করা হলনা কেন? ফেলে রাখা ফিল্টারগুলির দিনের পর দিন সংখ্যা কমছে কেন? কেন পুর পরিষদ অফিসের পেছনে বাঁধের পার বসতিগুলিতে বসবাসকারী শ্রমজীবি অংশের মানুষ যাদের ফিল্টার কেনার সামর্থ নেই, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হল না। তবে তো ফিল্টারগুলি এদিক-ওদিক যেতনা। তাই অবশিষ্ট ফিল্টারগুলি গরীব অংশের মানুষের মধ্যে বিতরন করে দায় মুক্ত হউক পুর পরিষদ, এমনটাই চাইছেন জনসাধারন।