নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ ৬৮তম মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের ব্যবস্থাপনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপাল শ্রী রায় তাঁর ভাষনে বলেন, ১৯৯৩ সাল থেকে আমাদের দেশে মানবাধিকারের স্বপক্ষে আইন তৈরি হয় এবং বর্তমানে সেটা কার্যকর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনের চেয়ারপার্সন বিচারপতি ইউ বি সাহা, পুলিশ একাউন্টএবিলিটি কমিশনের চেয়ারপার্সন বিচারপতি সুবল বৈদ্য, মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়, আইন সচিব দাতামোহন জমাতিয়া।