ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পেট্রোল বা ডিজেল কিনলে মিলবে ছাড়

crdজাতীয় ডেস্ক ৷৷ নগদহীন লেনদেন চালু করতে নয়া উদ্যোগ। ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পেট্রোল বা ডিজেল কিনলে আজ থেকে মিলবে ছাড়। গতকাল মধ্যরাত থেকে চালু হয়েছে এই ব্যবস্থা। ডেবিট অথবা ক্রেডিট কার্ড, ই-ওয়ালেট বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেট্রোল বা ডিজেল কিনলে ০.৭৫ শতাংশ হারে ছাড় মিলবে। যার অর্থ লিটারপ্রতি ছাড় মিলবে ৪৯ পয়সা। ছাড়ের টাকা তিনদিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে। যদিও কলকাতায় পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, এরকম কোনও নির্দেশিকা তাঁরা পাননি। ক্রেতাদের একাংশ জানিয়েছেন ছাড়ের জন্য নয়, নগদের টানাটানিতে তাঁরা বাধ্য হচ্ছেন কার্ডে তেল কিনতে। তবে সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন কিছু ক্রেতা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*