নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ রাজ্য রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভাঙ্গন পর্ব লেগেই রয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছে মানুষ। বৃহস্পতিবার কুলাই বাজারে ভারতীয় জনতা পার্টি আমবাসা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৮৫ পরিবারের ২৭৯ জন ভোটার দিলেন বিজেপি’তে। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি টিংকু রায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন।