দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ চলার গতির সঙ্গে সঙ্গে জীবনের গতিও পাল্টে দেয় একটা সেতু। সেই সূত্রে সেতু শুধু এপার ওপাড়ের সম্পর্কই গড়ে তোলেনা, সামগ্রিকভাবে একটা জনসমষ্টির আধুনিকতার যোগসূত্রের মাধ্যম হচ্ছে সেতু। ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস হিসেবে কেন্দ্রীয় তথা রাজ্যের তরফে সড়ক তথা সেতুর সংস্কার পর্ব চলছে। টাউন বড়দোয়ালীস্থিত শহীদ ক্ষুদিরাম বসু সেতু ২০০৭ সালে ২৪শে ডিসেম্বর উদ্বোধন হয়েছিল বিদ্যুৎমন্ত্রী মানিক দে’র হাত দিয়ে, উপস্থিত ছিলেন প্রয়াত আগরতলা পুর পরিষদের প্রাক্তন পুর পিতা শংকর দাশ। শহীদ ক্ষুদিরাম বসু ষ্টীল ব্রীজ সন্নিহিত এলাকার মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ষ্টীল ব্রীজ পাকা ব্রীজে রুপান্তরের প্রাক পর্বে মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু ষ্টীল ব্রীজে বর্তমানে দ্বি-চক্র যান চলাচল করার পাশাপাশি মানুষের যাতায়াত থাকলেও কিছু দিনের মধ্যেই শহীদ ক্ষুদিরাম বসু ষ্টীল ব্রীজ পাকা ব্রীজে রুপান্তরের সংস্কারে হাত দেয়া হবে বলে জানা গেছে।