ম্যালেরিয়ায় পাহাড়ে এখনও আতঙ্ক

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ জুলাই/(NUT) : ম্যালেরিয়ার আতঙ্কে থেমে গেছে পাহাড়ের চলমান জীবন প্রবাহ। এ নিয়ে গত এক মাসে কাঞ্চনপুর হাসপাতালের চিকিৎসারত অবস্থায় ৫ জন শিশু মারা গেছেন।
শিশুর মৃতদেহ কোলে নিয়ে কাঁদছেন মা, শোকে শব্দহারা পিতা। ম্যালেরিয়া ইতিমধ্যেই কেড়ে নিয়েছে বহু শিশু সহ বড়দের প্রান।
মৃত্যুর সংখ্যা বাড়তেই শুরু করেছে। ম্যালেরিয়ায় বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে বহু রোগীর।

FacebookTwitterGoogle+Share