জাতীয় ডেস্ক ৷৷ যাঁদের কালো টাকা রয়েছে, তাঁরা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত স্বেচ্ছায় ঘোষণা করার সুযোগ পাবেন। এমনটাই জানিয়েছে কেন্দ্র। রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এর আওতায়, কর ফাঁকিদাতারা স্বেচ্ছায় নিজেদের কালো টাকা ঘোষণা করলে মোট ৫০ শতাংশ দিয়েই ছাড় পেয়ে যাবেন। তবে, বাকি ৫০ শতাংশ অর্থের অর্ধেক টাকা এই প্রকল্পের আওতায় চার বছর বিনা সুদে জমা রাখতে হবে। তিনি বলেন, এতে একদিকে যেমন কর ফাঁকিদাতাদের পরিচয় গোপন থাকবে, তেমনই নতুন কর আইনের আওতায় মামলা থেকে রেহাইও মিলবে। অন্যদিকে, নতুন প্রকল্পের আওতায় কেউ কালো টাকা ঘোষণা না করেন, অথচ পরে যদি তা আয়কর রিটার্নে দেখানো হয়, তাহলে তা কর ও জরিমানা সহ ৭৭ শতাংশ দাঁড়াবে। আবার, কোনও ব্যক্তি যদি স্বেচ্ছায় ঘোষণা না করেন, বা রিটার্নেও না দেখান, কিন্তু আয়করের চোখে ধরা পড়ে, তাহলে কর ও জরিমানা মিলিয়ে দিতে হবে প্রায় ৮৫ শতাংশ। পাশাপাশি, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলাও করা হবে। আঢিয়া জানান, এই প্রকল্প আগামীকাল থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। তিনি পরিষ্কার করে দেন, ব্যাঙ্কে জমা হলেই কালো টাকা সাদা হয়ে গেল এমন ভাবার কোনও কারণ নেই। কর দিতেই হবে। তিনি জানান, কর প্রথমে দিতে হবে। তারপর সেই রসিদ দেখিয়ে কেন্দ্রের এই প্রকল্পে টাকা রাখতে হবে।