জাতীয় ডেস্ক ৷৷ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। লিটারে ২ টাকা ২১ পয়সা দাম বাড়ল পেট্রলের দাম। ডিজেলের দাম বাড়ল লিটারে ১ টাকা ৭৯ পয়সা। এর সঙ্গে স্থানীয় লেভি ধরলে দাম আরও বাড়বে। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে নয়া দাম। সূত্রের খবর, গতকালই দুই পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি চালু হওয়ার কথা ছিল। কিন্তু নোট বাতিলের সিদ্ধান্তে এমনিতেই বিরোধীদের আক্রমণের সামনে পড়া সরকারকে সংসদে আরও সমালোচনা শুনতে হয়, সম্ভবত সে কথা মাথায় রেখেই তা পিছিয়ে দেওয়া হয়। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় আজই। প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম, হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন প্রতি মাসের ১ ও ১৬ তারিখ পেট্রল, ডিজেলের দাম খতিয়ে দেখে। আগের এক পক্ষকালে আন্তর্জাতিক বাজারে গড় দাম মাথায় রেখে পেট্রল, ডিজেলের মূল্য সংশোধন করা হয়। সূত্রটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের (পেট্রল) দাম ব্যারেল পিছু ৫৭.৪৩ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৬২.৮২ মার্কিন ডলার। ডিজেলের দাম ব্যারেলে ৫৬. ৭৯ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৬০.৯৭ মার্কিন ডলার। তার ধাক্কাতেই ঘরোয়া বাজারে বাড়ছে পেট্রল, ডিজেলের মূল্য।