পথ দুর্ঘটনার কবলে পড়ে দুমরে মুচরে বাইক

accident accident-jpg1 accident-jpg2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ ঘটা করে সড়ক সুরক্ষার উপর বিভিন্ন প্রয়াস কর্মসূচী পালন করা হলেও পথ দুর্ঘটনা একেবারেই রোধ করতে পারছেনা প্রশাসন। দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। বেপরোয়া যান চলাচলের কারনে প্রায় দিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। শুক্রবার সকালে অফিস যাওয়ার পথে উত্তর বাধারঘাটস্থিত সুভাষপল্লী পথ দুর্ঘটনার কবলে পরে সুপ্রতিম আচার্য নামে এই এলাকারই এক যুবক। জানাযায়, TR01 M 1721 নম্বরের ইট ভর্তি একটি লরি আচমকা একটি বাইসাইকেল ও একটি স্কুটিকে ধাক্কা মেরে এসে জনৈক সুপ্রতিম আচার্যর TR01 M 5609 নম্বরের মোটর বাইকে মুখোমুখি ধাক্কা মারায় দুমরে মুচরে যায় বাইকটি। বাইক ফেলে ঝাপ দেয়ায় সামান্য আহত হলেও অল্পতে প্রানে বাচে যায় বাইক চালক সুপ্রতিম আচার্য। ঘটনার খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ এসে মোটর বাইক এবং লরিটিকে আটক করে। যদিও লরি চালক জানায়, লরিটির ব্রেক ফেল করায় এই বিপত্তি ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*