কুসংস্কারে বশবর্তী হয়ে নীল জলের বোতল, জনসচেতনা বৃদ্ধি করতে মাঠে প্রশাসন

blueগোপাল সিং, খোয়াই, ১৭ ডিসেম্বর ৷৷ গুঁজব! কথায় আছে কখনো গুঁজবে কান দেবেন না! কিন্তু বরাবরই শুধুমাত্র গুঁজবে কান দিয়ে অনেকেই মজে যান কুসংস্কারে। এই কুসংস্কারের বশবর্তী হয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এভাবেই ব্যাক্তি জীবনের পাশাপাশি সমাজের জন্য অনেকেই মনের অজান্তে বয়ে আনেন অনেক সমস্যা। এবার খুদ রাজধানী থেকে শুরু হয়ে রাজ্য জুড়ে এখন এমনই এক কুসংস্কারের ঝড় বয়ে যাচ্ছে। খোয়াইতে অনেক বাড়ির গেইটে নতুবা গলির মোরে নীল জলের বোতল ঝুলিয়ে রাখতে দেখা যাচ্ছে। গুঁজবে কান দিয়ে কুসংস্কারের বশবর্তী হয়ে এই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। এই নীল জলের বোতল বাড়ীর গেইটে লাগিয়ে রাখলে নাকি বাড়ির মঙ্গল হয়। এমনকি কোন কুদৃষ্টি পরেনা। আর এই বিশ্বাসেই রাজ্যের প্রায় প্রতিটি মহকুমায় অসংখ্য মানুষের বাড়ির গেইটে নীল জল বোতলে ঢুকিয়ে আটকে রাখতে দেখা যাচ্ছে। যদিও শুক্রবারের এবং শনিবার ধারাবাহিকভাবে খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে খোয়াই শহর অঞ্চলে এই ধরনের কুসংস্কারে বিশ্বাস না করার জন্য প্রচার করা হচ্ছে। তারপরও খুদ পুর এলাকা সহ মহকুমা শাসকের অফিস কার্য্যালয়ের আশপাশ এলাকাতেই এই গুঁজব এখন কুসংস্কারে পরিনত হয়ে বাড়ীর গেইটে নীল জলের রূপ নিয়ে ঝুলে আছে। তাই এক্ষেত্রে প্রশাসনের আরও সুদৃঢ় পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জনসাধারন। তবে জনসচেতনতামুলক প্রচারের পর পরই দেখা যাচ্ছে অন্য চিত্র। খোয়াই পুর এলাকায় এমন অনেক বাড়ী-ঘরে নীল জলের বোতল গেইট থেকে সরিয়ে বাড়ীর উঠোনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে। এমনকি কেউ কেউ প্রশাসনিক প্রচারে নড়েচড়ে বসেছেন এবং নীল জলের বোতল বাদ দিয়ে গোটা গেইটটাকেই নীল রঙে রাঙিয়ে তুলেছেন। পাড়া, গলি, বাড়ীর গেইটে গেইটে এখন শোভা বর্ধন করছে গুঁজব আর কুসংস্কারের জ্বলন্ত প্রমান। তথাকথিত শিক্ষিত সমাজে এই কুসংস্কারের আচ্ছাদন কি বিজ্ঞানের, যুক্তি-তর্ক আর প্রমানের শিখা আলোকিত করতে পারবে? প্রশ্ন শুভবুদ্ধি মহলের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*