মোদীর আহ্বানে এবার ঝাড়ু হাতে পথে নামলেন বিগ বি

10356313_868178409882548_8735930704066625907_n২০ অক্টোবর, (জি নিউজ) ।। নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে এবার ঝাড়ু হাতে পথে নামলেন অমিতাভ বচ্চন। গান্ধী জয়ন্তীতে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান লঞ্চ করার থেকে এখনও পর্যন্ত ঝাড়ু হাতে পথে নেমেছেন বহু বলিউড তারকা। সেই তালিকায় এবার নতুন নাম যুক্ত হল বিগ বি।

কউন বনেগা ক্রোড়পতির চলতি সিজনের গ্র্যান্ড ফিনালে শুটিংয়ের আগে রাস্তায় আবর্জনা সাফাই করতে নামেন অমিতাভ। তিনি টুইট করেন, ফিনালের আগে স্বচ্ছ ভারত অভিযান ঝাড়ু হাতে পথে নেমে আবর্জনা সাফ করলাম। এর আগে স্বচ্ছ ভারত অভিযানে পথে নেমেছেন প্রিযাঙ্কা চোপড়া, সলমন খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*