নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজ্য রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি’তে যোগ দিচ্ছে মানুষ। শনিবার সন্ধ্যায় ধলাই জেলার দুর্গা চৌমুহনীতে প্রায় ৬০০ মানুষের উপস্থিতিতে বিজেপি’র এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সি পি আই (এম), কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ৬২ পরিবারের ২১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক তাপস মজুমদার, রাজ্য কমিটির সদস্য কমল দে, বামনছড়া পঞ্চায়েত সমিতির প্রার্থী রেবা নমঃশুদ্র এবং দেবীছড়া পঞ্চায়েতের প্রার্থী ভাগ্য চন্দ্র দেববর্মা।